দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ ফেব্রুয়ারি ২০২৪: ইয়েমেনে হাউথিদের (Houthi) ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকা এবং ব্রিটেনের। সাহায্য করেছে অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড, এই ছ’টি দেশ। লোহিত সাগরের আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হাউথিদের লাগাতার হামলার পাল্টা এই অভিযান, জানিয়েছে আমেরিকা ও ব্রিটেন।
জানা গিয়েছে, ইরানের মদতপুষ্ট হাউথিরা। তাদের দাবি, গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে হামাসের পক্ষে এই হামলা চালানো হচ্ছে। জর্ডনে সিরিয়া সীমান্তে মার্কিন সেনাঘাঁটিতে হাউথিদের হামলার জেরে মৃত্যু হয়েছে তিন মার্কিন সেনার। জখম হন অনেকেই। এবার প্রত্যাঘাতের পক্ষে হাঁটল আমেরিকা, ব্রিটেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now