
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ ফেব্রুয়ারি ২০২৪: রবিবার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের প্রায় ১৪০০ইঞ্জিনিয়ারকে নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক।
সম্মেলনে ইঞ্জিনিয়ারদের নানা সমস্যা তুলে ধরা হয়। সম্মেলন থেকে উঠে আসা সমস্যাগুলি রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত ঘোষ। তিনি বলেন, “রাজ্যের প্রতিটি জেলায় জেলায় করা হচ্ছে জেলা সম্মেলন। সেই সম্মেলনের মাধ্যমে উপকৃত হচ্ছেন ইঞ্জিনিয়াররা। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে সারা রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে করা হয় এই সম্মেলন।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।