September 29, 2023

মদের আসরে তৃণমূল নেতা, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক মঙ্গলকোটে

দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট, ৫ জুন ২০২৩: বিয়ারের বোতল নিয়ে হাসি মুখে গেঞ্জি গায়ে বসে রয়েছেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোট অঞ্চল তৃণমূল সভাপতি মিহির ঘোষ। সোশ্যাল মিডিয়ায় হাতে হাতে ঘুরছে এই ছবি। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আরও অনেকের সঙ্গে তিনি কখনও বিয়ার খেতে বসেছিলেন। সেই সময় কেউ তাঁর ছবি তুলে রেখে পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলে মনে করা হচ্ছে।

মঙ্গলকোটের পুরাতনহাট এলাকার বাসিন্দা মিহিরবাবু অবশ্য জানিয়েছেন, তিনি মাঝে মাঝে মদ্যপান করেন। তাঁর বক্তব্য, পিকনিক করতে গিয়ে হয়তো বন্ধুবান্ধবের সঙ্গে মদ্যপান করতে বসেছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছে। তবে বাড়িতে বা দলীয় কার্য্যালয়ে বসে তিনি এসব করেন না। তাঁকে বিপাকে ফেলার জন্য পরিকল্পনা করে এই ছবি ভাইরাল করা হয়েছে বলে মনে করছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: