দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৩০ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে (KNI Airport) কার্গো টার্মিনাল গড়ে তোলা হয়েছে। সোমবার নতুন এই টার্মিনালের উদ্বোধন করবেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। বর্তমানে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু ও চেন্নাইয়ের সরাসরি বিমান যোগাযোগ রয়েছে।
বিভিন্ন বণিক সংগঠনের তরফে দীর্ঘদিন ধরেই এই বিমানবন্দরে কার্গো টার্মিনাল গড়ে তোলা ও কার্গো বিমান পরিষেবা চালু করার দাবি উঠছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ কার্গো টার্মিনাল গড়ে তুলেছেন। এর ফলে ২৪ ঘণ্টা এই বিমানবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করা যাবে। এতে ব্যবসায়ীদের সুবিধা হবে। আপাতত যাত্রী বিমানেই পণ্য যাবে। তবে খুব শীঘ্র কার্গো বিমান চালু করার চেষ্টা করা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।