দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুন ২০২৩: শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এসসিডব্লিউসি সভাগৃহে দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা ‘সুরঙ্গম’ এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তের গান পরিবেশন করেন প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দোপাধ্যায়, সোমা মৈত্র, মন্দিরা বন্দ্যোপাধ্যায়, মৌসুমী রক্ষিত, পার্থপ্রতিম গুপ্ত প্রমুখ।
আবৃত্তি পরিবেশন করেন স্বরবাক সংস্থার শিল্পীরা। পরিচালনায় ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়। এছাড়া ছিল শ্রুতিনাটক এবং কবিতা পাঠের আসর। যন্ত্রসঙ্গীতে ছিলেন অরিজিৎ রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায় ও চন্ডীদাস রায়। অনুষ্ঠানের সঞ্চালনা ও সম্পাদনায় ছিলেন যথাক্রমে নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও সোমা মৈত্র। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বাচিক শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়, তপেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।