
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ এপ্রিল ২০২৪: রবিবার রাতে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে মাদক পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২.৫ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা জানা গিয়েছে, নদীয়ার কালিগঞ্জের বাসিন্দা মহম্মদ শেখ ও পলাশিপাড়ার বাসিন্দা আসাউদ্দিন মল্লিক রবিবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডে নামেন। সেখান থেকে ট্রেন ধরার জন্যে স্টেশন যাওয়ার সময়ে পুলিশের সন্দেহ হয়। তাদের জেরা করে তল্লাশি করতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। ধৃতদের সোমবার মাদক মামলায় আসানসোল জেলা আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)