বন বন করে লাঠি ঘুরিয়ে রামনবমীতে চেনা ছন্দে দিলীপ ঘোষ

দুর্গাপুর, ১৭ এপ্রিল ২০২৪: বন বন করে লাঠি ঘুরিয়ে রামনবমীর শোভাযাত্রায় চেনা ছন্দে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার বিকালে শ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড় বাজারে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন দিলীপ। এদিন সকালেই দুর্গাপুরের সগরভাঙায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বলেছিলেন, দিলীপ ঘোষ সব সময় একই ছন্দে থাকে। তবে সকালে দুর্গাপুরে তাঁকে লাঠি হাতে বা অস্ত্র হাতে দেখা যায়নি।

( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো দিলীপ ঘোষকে রামনবমীতে পুরনো ছন্দে অস্ত্র হাতে বা লাঠি খেলতে দেখা যাবে না। কিন্তু বিকালে পানাগড় বাজারে লাঠি হাতে নেমে পড়লেন দিলীপ। পানাগ[] রামনবমী মহোৎসব কমিটি আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় যোগ দিয়ে পুরনো ছন্দে লাঠি খেলে রামনবমীর শোভাযাত্রা মাতিয়ে দিলেন তিনি। দিলীপ ঘোষের লাঠিখেলা দেখতে উপচে পড়ল ভিড়।

এদিন বিকালে তিনি মহর্ষি মেধাশ্রম ও শ্যামরূপা মন্দিরে বাসন্তী পুজোর সন্ধিক্ষণে উপস্থিত হন। পুজো দেন। প্রসাদ গ্রহণ করেন। মন্দির কমিটির সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। ভক্তদের সঙ্গে জনসংযোগ সেরে নেন। দিলীপ ঘোষের সামনে আদিবাসীরা নৃত্য প্রদর্শন করেন। ভক্তদের অনেকে তাঁর সঙ্গে সেলফিও তোলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt