ঘাঘড়বুড়ি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, এল বিপর্যয় মোকাবিলা টিম

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ২ জুন ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) আসানসোলের কাছে ঘাঘড়বুড়ি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। পুজো দিতে গিয়ে পা ফসকে পড়ে গেলেন এক ব্যক্তি। তড়িঘড়ি ছুটে এল বিপর্যয় মোকাবিলা টিম।
এখনও খোঁজ পাওয়া যায়নি ব্যক্তির। চরম উত্তেজনা মন্দির চত্বরে। জানা গিয়েছে, ওই ব্যক্তি নদীতে প্রণাম করতে গিয়েছিলেন তখনই পা পিছলে পড়ে যান। মন্দির সূত্রে জানা গিয়েছে, বারবার মানা করা সত্ত্বেও নদীতে ভিড় করেন ভক্তরা। ফলে দুর্ঘটনা ঘটছে।