পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সঞ্জীব স্কুলের চার শিক্ষিকার গাড়ি চালাতেন।
——————————————-
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১০ জানুয়ারি ২০২৪: জানালা কেটে স্কুলে ঢোকে দুষ্কৃতীরা। স্কুলে ভর্তি প্রক্রিয়া চলছে। সেই বাবদ টাকা রাখা হয়েছিল আলমারিতে। সেই আলমারি ভেঙে প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গত ৫ জানুয়ারি এই ঘটনা ঘটে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল উচ্চ বালিকা বিদ্যালয়ে।
সেই চুরির তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশ স্কুলের শিক্ষিকাদের গাড়ির চালক বাঁকুড়ার মেটালির বাসিন্দা সঞ্জীব গড়াইকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সঞ্জীব স্কুলের চার শিক্ষিকার গাড়ি চালাতেন। স্কুলে চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে বাঁকুড়ার মেটালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে পুলিশ দুর্গাপুর আদালতে পাঠায়।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।