Durgapur. বিধ্বংসী আগুন এডিডিএ ভবনে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৩: বিধ্বংসী আগুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। সোমবার মাঝরাতে আচমকা আগুন লেগে যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারের এই সরকারি ভবনে। ঘটনাস্থলে পৌছায় একের পর এক দমকলের ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। ঘটনাস্থলে আছেন পর্ষদের আধিকারিকরা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে আছেন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।