You are currently viewing থিমের কারিকুরিতেই বাজিমাত করছে দুর্গাপুরের সেরার সেরা পুজোগুলি

থিমের কারিকুরিতেই বাজিমাত করছে দুর্গাপুরের সেরার সেরা পুজোগুলি

সনাতন গরাই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ অক্টোবর ২০২৩: মহানগরী কলকাতার মতো দুর্গাপুরের পুজো মন্ডপগুলিতেও ভিড় শুরু হয়ে গিয়েছে চতুর্থীর সন্ধ্যা থেকেই! তামিলনাড়ুর রামানাথস্বামী মন্দির ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। সেই রমানাথ স্বামী মন্দির এবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার শিল্পাঞ্চল দুর্গাপুরে। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের মন্ডপে গেলেই দর্শন হবে রামানাথস্বামী মন্দিরের। এবার ৫৬ বছরে পা দিয়েছে এখানকার পুজো। চতুর্থীর সন্ধ্যায় সেখানে উপচে পড়া ভিড়।‘কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, তালদীঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে’, কবিগুরুর এই লাইনই পাথেয় করে থিম তৈরি করেছে দুর্গাপুরের সি-জোন সর্বজনীন দুর্গাপুজো কমিটি। কেয়া পাতার নৌকায় করে এই মন্ডপে নারায়ণী রূপে মা দুর্গা এসেছেন। সেই নৌকা টেনে নিয়ে আসছে রাজহংস। মন্ডপের অন্দর বিভিন্ন কবিতা আর বিভিন্ন ছন্দে সেজে উঠেছে। মূলত, কাগজ ও থার্মোকল দিয়ে তৈরি হয়েছে এবার ৪২বছরে পা দেওয়া এই পুজোর মন্ডপ। বাজেট প্রায় ১০লক্ষ টাকা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়া যমুনার তীরে দিল্লির অক্ষরধাম মন্দির এবার উঠে এসেছে দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজার মন্ডপে। দক্ষ শিল্পীর হাতের ছোঁয়ায় গড়ে ওঠা এই মন্ডপে গেলেই দর্শনার্থীরা দিল্লির অক্ষরধাম মন্দিরে যাওয়ার আমেজ উপভোগ করছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply