সনাতন গরাই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ অক্টোবর ২০২৩: মায়াপুরের ইস্কন, যোধপুর প্যালেস, ইন্দোনেশিয়ার বিষ্ণুমন্দির, চীনের বৌদ্ধ মন্দির, দিল্লির অক্ষরধাম মন্দির, তামিলনাড়ুর রামানাথ স্বামী মন্দির, রোমের ভ্যাটিকান সিটি থেকে আধ্যাত্মিক জগতের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন! বিনা খরচে পৃথিবীর নানা প্রান্তের মন্দির দেখতে গেলে এবারের পুজোয় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ভ্রমণই যথেষ্ট। সৌজন্যে দুর্গাপুরের বিভিন্ন পুজো কমিটি।
দুর্গাপুরের বিগ বাজেটের পুজো মন্ডপগুলির মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, মার্কনী দক্ষিণ পল্লী সর্বজনীন, নবারুণ ক্লাব, গোপালমাঠ যুব মহল, ফুলঝোর সর্বজনীন, ক্লাব স্যান্টোস, কেউই যেন পিছিয়ে নেই। একে অপরকে সমানে টক্কর দিয়ে দর্শনার্থীদের কাছে নতুন কিছু পৌঁছে দেওয়ার চেষ্টায় মেতে রয়েছে।
বাজেট কোথাও ১০ লক্ষ, কোথাও ২০ লক্ষ, কোথাও আবার তারও বেশি! রাজ্যের ও ভিন রাজ্যের দক্ষ শিল্পীদের হাতের ছোঁয়ায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে একের পর এক নয়নাভিরাম মন্ডপগুলি। তৃতীয়ার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে দুর্গাপুরের পুজো মন্ডপগুলিতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।