September 28, 2023

গর্ভেই মৃত্যু হল শিশুর, এ কী করলেন চিকিৎসক?

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ৭ আগস্ট ২০২৩: গর্ভেই মৃত্যু হয়েছে শিশুর। জানাননি চিকিৎসক। প্রসূতি অসুস্থ হতেই করা হল আল্ট্রাসোনোগ্রাফি। জানা যায়, ৫ মাসে মৃত্যু হয়েছে শিশুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, আটমাসেও চিকিৎসক জানিয়েছেন বাচ্চা সুস্থ। খবর জানাজানি হতেই ব্যাপক ভাঙচুর নাসিংহোমে। বিরাট উত্তেজনা। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) রানাঘাট।

রানাঘাটের বাসিন্দা পূজা রায়। তিনি  অন্তঃসত্ত্বা হওয়ার পর এলাকার একটি নার্সিংহোমে চিকিৎসা করার ছিলেন চিকিৎসক অনুপম বিশ্বাসের তত্ত্বাবধানে।  অভিযোগ, আট মাস পর্যন্ত চিকিৎসক জানান বাচ্চা সুস্থ।  হঠাৎই পূজা অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় প্রবল পেটে ব্যাথা। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে জানা যায়, শিশুর মৃত্যু হয়েছে ২৬ সপ্তাহে অর্থ্য়াৎ পাঁচ মাসে। কিন্তু চিকিৎসক অনুপম বিশ্বাস বারবার পরীক্ষা করেও তা জানাননি বলে অভিযোগ প্রসূতির স্বামীর। তিনি এখন রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। খবর জানাজানি হতেই পরিবারের লোকজন নাসিংহোমে এসে হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: