দুর্গাপুর দর্পণ, ১৬ মে ২০২৪: চাষীদের অজান্তেই তাঁদের জমি রেকর্ড হয়ে যাচ্ছে ইসিএলের নামে, নালিশ পান্ডবেশ্বরে। বৃহস্পতিবার সকালে জমি মালিকেরা বিক্ষোভ দেখান পাণ্ডবেশ্বরের নবগ্রামের বেসরকারি খোলা মুখ খনির সামনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে সিআইএসএফ।
নবগ্রামের বাসিন্দা সনাতন সোম অভিযোগ তোলেন, বিঘার পর বিঘা জমি ইসিএল এর নামে রেকর্ড হয়ে যাচ্ছে। তাঁরা কিছু জানতেই পারছেন না। এমনিতেই বাড়ি ঘর ফেটে যাচ্ছে, ফাটল ধরছে রাস্তাঘাটে। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। এলাকার দেড় হাজার পরিবার এখন চরম সমস্যার মধ্যে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।