দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে বুধবার ‘আমরা চাই বিশুদ্ধ বাতাস’ শীর্ষক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন SwitchON Foundation এর সহযোগিতায় শিবির আয়োজিত হয়।
ক্ষুদিরাম কিশোর বাহিনী, দুর্গাপুর অন্নপূর্ণা, উত্তরায়ন ক্লাব, দি মিশন পান্ডবেশ্বর, সংহতি (সিটি সেন্টার), উত্থান (ইস্পাত নগরী),পরশমণি (কেমিক্যালস) দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহ আরও অনেক সামাজিক সংগঠনের
প্রতিনিধিত্ব ছিল। মোট ৩৩জন উপস্থিত ছিলেন বলে জানান আয়োজক সংগঠনের পক্ষে কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির ২০২৪ সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।