চিতাবাঘ ভেবে শেষ পর্যন্ত যা হল!

দুর্গাপুর দর্পণ, মুর্শিদাবাদ, ২৮ মে ২০২৩: মুর্শিদাবাদের (Mursidabad) ভরতপুর থানার হামিদপুর গ্রামে চিতাবাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়াল রবিবার। সকালে গ্রামের এক ব্যক্তি জঙ্গলে আম কুড়াতে গিয়ে জন্তুকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় বন দফতরকে। তল্লাশি চালিয়ে বন দফতরের কর্মীরা ফিশিং ক্যাট বা মেছো বিড়াল নামক প্রাণীটিকে উদ্ধার করে।
সাধারণ মানুষ এই প্রাণীকে বাঘরোলও বলেন। জঙ্গলের পাশেই রয়েছে বাঘেশ্বরী মন্দির। কথিত আছে, বহু যুগ আগে বাঘের পিঠে চেপে বাঘেশ্বরী বাবা মন্দিরে প্রবেশ করেছিলেন। সেজন্যই বাঘের আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে সহজেই ঢুকে যায়। যদিও পরে বাঘরোল পাওয়ায় আতঙ্ক কমেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।