দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১২ ডিসেম্বর ২০২৩: মহিলার নাম নাগরিক বুই তি লোই। ভিয়েতনামের (Vietnam) নাগরিক। ৫০ বছর ধরে শুধু জল ও পানীয় খেয়েই না কী বেঁচে আছেন ৭৫ বছর বয়সী এই মহিলা! কোনও শক্ত খাবার খান না। কেন?
জানা গিয়েছে, ১৯৬৩ সালে এর শুরু। তখন ভিয়েতনামে যুদ্ধ চলছেে। খারাপ আবহাওয়ার মধ্যে অন্য মহিলাদের সঙ্গে পাহাড়ে উঠছিলেন তিনি। বজ্রপাতের জেরে তিনি জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরলেও শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না। সঙ্গীরা তাঁকে মিষ্টি পানীয় খাওয়ান। ধীরে ধীরে বুই তি লোই সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকে আর কখনও শক্ত খাবার মুখে দেননি তিনি। জল ও নরম পানীয় খান। বাড়িতে রান্না হয় না। ফ্রিজ শুধু জল আর ঠান্ডা পানীয়ে ঠাসা! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now