কালীপ্রতিমার সোনার জিভ চুরি করে ‘ক্ষ্যাপা’ সেজেও পার পেল না চোর!

কালীপ্রতিমার সোনার জিভ চুরি করে ‘ক্ষ্যাপা’ সেজেও পার পেল না চোর!
Police at work. Free public domain CC0 photo.
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১২ ডিসেম্বর ২০২৩: কালীপ্রতিমার সোনার জিভ চুরি করেছিল চোর। ধরা পড়ার ভয়ে মানসিক ভারসাম্যহীন সেজে মন্দিরের আশপাশেই ঘুরে বেড়াচ্ছিল সে। তবু শেষরক্ষা হল না। গণধোলাইয়ের পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। কাঁথির সুপ্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরের ঘটনা।

রবিবার রাত ৮টা নাগাদ পুরোহিত বোরোনোর তোড়জোর করছিলেন। সেই সময় এক ব্যক্তি প্রণাম করবে বলে মন্দিরের ভিতরে ঢোকে। আচমকা সে কালীপ্রতিমার সোনার জিভ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পুরোহিতের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। সবাই চোর খুঁজতে শুরু করেন। সেই সময় দেখা যায়, একজন প্যান্ট খুলে গায়ে কম্বল চাপা দিয়ে মন্দিরের কাছে ঘোরাফেরা করছে।

সন্দেহ হওয়ায় তাকে ঘিরে ধরে জেরা করতে শুরু করেন স্থানীয়রা। অসংলগ্ন উত্তর শুনে সন্দেহ বাড়তে থাকে সবার। শেষে সে চুরির কথা স্বীকার করে নেয় বলে পুলিশকে জানান স্থানীয়রা। শুরু হয় গণধোলাই। তার কাছ থেকে উদ্ধার হয় কালীপ্রতিমার সোনার জিভ। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!