
দুর্গাপুর উৎসবে সোনাঝুরি, মহুয়া, পিয়াল, আমলকি শাল সহ প্রায় ৫০ রকমের গাছের চারা নিয়ে হাজির হয়েছে বন দফতর।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ ডিসেম্বর ২০২৩: দূষণ রোধে বিনামূল্যে গাছের চারা বিলি করছে বন দফতর। গত ৩ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। সেই উৎসবে স্টল দিয়েছে বন দফতর।
সোনাঝুরি, মহুয়া, পিয়াল, আমলকি শাল সহ প্রায় ৫০ রকমের গাছের চারা নিয়ে হাজির হয়েছে বন দফতর। অনেকেই সেই স্টলে ভিড় করছেন। ফিরছেন বিনামূল্যে গাছের চারা নিয়ে। একই সঙ্গে বন দফতরের আধিকারিক ও কর্মীরা মানুষকে পরিবেশ সচেতন করার কাজও করে চলেছেন।
দুর্গাপুর বন দফতরের সমাজ কল্যাণ বিভাগের রেঞ্জার চিরঞ্জিত দত্ত বলেন, দুর্গাপুর উৎসবের অস্থায়ী মডেল ক্যাম্প থেকে এখন পর্যন্ত কয়েক হাজার চারা বিলি করা হয়েছে। ব্যাপক সাড়া মিলছে উৎসবে আসা মানুষের কাছ থেকে। দুর্গাপুর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন স্টলে। মোট দশ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নিয়েছে বন দফতর। এর ফলে কিছুটা হলেও তো দূষণ রোধ করা সম্ভব হবে! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।