ট্রেনের জন্য শেডের তলায় তখন বহু যাত্রী অপেক্ষা করছিলেন। শেডের উপরেই ভেঙে পড়ে জলাধারটি।
দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১৩ ডিসেম্বর ২০২৩: ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমান স্টেশনে (Burdwan Station)। বুধবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা বিশাল জলাধারটি। জখম হন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা লাইনগুলিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনের জন্য শেডের তলায় তখন বহু যাত্রী অপেক্ষা করছিলেন। শেডের উপরেই ভেঙে পড়ে জলাধারটি। শেডের নিচে থাকা যাত্রীদের অনেকে চাপা পড়ে যান। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
রেল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জলাধারটি রং করা হয়েছিল। তারপরেও এদিনের দুর্ঘটনা প্রমাণ করছে, সেটির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়নি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন জুড়ে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রসঙ্গ্ত, ২০২০ সালে বর্ধমান স্টেশনে ছাদ ভেঙে একজনের মৃত্যু হয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।