September 28, 2023

দিল্লির ফুটপাথে সবজি কিনে ইউপিআই পেমেন্ট করে মুগ্ধ জার্মান মন্ত্রী

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২১ আগস্ট ২০২৩: ‘ডিজিটাল ইন্ডিয়া’র (Digital India) ব্যাপক প্রশংসা করলো জার্মানি। রবিবার সকালে দিল্লিতে জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ভোকার উইশিং ফুটপাথ থেকে সবজি কিনে UPI মারফত্‍ পেমেন্ট করেন। ভারতে জার্মান দূতাবাসের তরফে এই ভিডিও ও ছবি এক্স হ্যান্ডেলে দিয়ে জানানো হয়েছে, মন্ত্রী এদেশের সহজ ইউপিআই সিস্টেম ব্যবহার করে মুগ্ধ।

দেখুন সেই ভিডিও ও ছবি

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: