দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২১ আগস্ট ২০২৩: ‘ডিজিটাল ইন্ডিয়া’র (Digital India) ব্যাপক প্রশংসা করলো জার্মানি। রবিবার সকালে দিল্লিতে জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ভোকার উইশিং ফুটপাথ থেকে সবজি কিনে UPI মারফত্ পেমেন্ট করেন। ভারতে জার্মান দূতাবাসের তরফে এই ভিডিও ও ছবি এক্স হ্যান্ডেলে দিয়ে জানানো হয়েছে, মন্ত্রী এদেশের সহজ ইউপিআই সিস্টেম ব্যবহার করে মুগ্ধ।
দেখুন সেই ভিডিও ও ছবি
One of India’s success story is digital infrastructure. UPI enables everybody to make transactions in seconds. Millions of Indians use it. Federal Minister for Digital and Transport @Wissing was able to experience the simplicity of UPI payments first hand and is very fascinated! pic.twitter.com/I57P8snF0C
— German Embassy India (@GermanyinIndia) August 20, 2023