দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ মার্চ ২০২৪: প্রতিবছরের মত এবারও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টার এর চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি সংস্থার উদ্যোগে বসন্তোৎসব এর আয়োজন করা হয়। গত ১১ বছর ধরে শান্তিনিকেতনের আঙ্গিকে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
ভোরে সিটি সেন্টারের বিদ্যাসাগর স্কুল থেকে বৈতালিক শুরু হয় এবং বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীরা ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নৃত্য প্রদর্শনের মাধ্যমে এলাকার কিছু অংশ পরিক্রমা করে চতুরঙ্গ ময়দানের মূল মঞ্চে উপস্থিত হন। দর্শক শ্রোতাদের সামনে স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক বুদ্ধদেব সেনগুপ্ত। একক ও সমবেত মিলিয়ে মোট ১৯ টি গান, ১৭ টি নৃত্য, ৮টি কবিতা এবং ভাষ্যপাঠ সম্বলিত অনুষ্ঠান পরিবেশিত হয়।
সঙ্গীত পরিবেশন করেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, মালা দেব বর্মন, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, অর্ণশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা লাহা, প্রণব মুখোপাধ্যায়, সত্য বন্দোপাধ্যায় সহ মোট ১৭ জন শিল্পী। নৃত্য পরিবেশনায় ছিলেন কলাক্ষেত্রম্, আনন্দম্, নৃত্যাঞ্জলি, সৃষ্টি, সুর ও ছন্দম্, পাঞ্চজন্য, ভানুচক্র, আরাধনা, কলামন্দির শৈলী, নৃত্তিকস্, সরগম কলাকেন্দ্র, দুর্গাপুর চিরন্তন, স্বর্ণদীপা কলামন্ডলম্, চিরন্তন কথা, সমদর্শনা প্রমুখ সংস্থার শিল্পীরা। ছিলেন সোমা ভৌমিক, মন্দাকিনী চৌধুরী, মনীষা ভট্টাচার্য্য সহ অন্যান্য শিল্পীরা।
আবৃত্তি এবং ভাষ্যপাঠে অংশ নেন গৌতম চক্রবর্তী, মিতা চৌধুরী, প্রসূন চট্টোপাধ্যায়, বরুণ রায়, হৃদয় সাঁই, শ্রাবন্তী সাহা প্রমুখ। অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনায় ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কীর্তি আজাদ, দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)