টেক ফেস্ট পড়ুয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যোগ দিয়ে পড়ুয়ারা উচ্চ শিক্ষা এবং চাকরির বাজারের জন্য আরও দক্ষ হয়ে ওঠে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জানুয়ারি ২০২৪: ‘উপযুক্ত পরিকাঠামো হল দেশ গঠনের ভিত্তি। কিন্তু আমাদের দেশে পরিকাঠামো ক্ষেত্রে লোকবলের ঘাটতি রয়েছে।’’ এমনটাই বলছিলেন নির্বাহী পরিচালক (সিভিল) এবং ডিভিসি মাইথনের প্রকল্প প্রধান এ কে দুবে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) এর দুলাল মিত্র প্রেক্ষাগৃহে আয়োজিত টেক ফেস্ট ‘HORIZON – 2K24’-এ প্রধান অতিথি ছিলেন তিনি। টেক ফেস্টের সূচনা করে তিনি বলেন, ‘‘আইটি ও কম্পিউটার সায়েন্সের প্রতি পড়ুয়াদের অতিরিক্ত আকর্ষণ দেশের পরিকাঠামো ক্ষেত্রে কিছুটা হলেও লোকবলের ঘাটতি তৈরি করছে।’’ অনুষ্ঠানের বিশেষ অতিথি, জেনারেল ইলেকট্রিক পাওয়ার ইন্ডিয়া লিমিটেডের লিড ইকুইপমেন্ট মেনটেন্যান্স বিশেষজ্ঞ সব্যসাচী গুপ্ত বলেন, ‘‘প্রযুক্তি হল বৈজ্ঞানিক ধারণার উপযুক্ত প্রয়োগ। দেশের স্বার্থে পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তাশক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।’’ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়। তিনি পড়ুয়াদের উৎসাহিত করে বলেন, পড়ুয়ারা শুধুমাত্র উদ্ভাবনী ধারণা দিয়েই বিশ্বকে বদলে দিতে পারে।BCREC-এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার বলেন, ‘‘টেক ফেস্ট পড়ুয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যোগ দিয়ে পড়ুয়ারা উচ্চ শিক্ষা এবং চাকরির বাজারের জন্য আরও দক্ষ হয়ে ওঠে।’’ সময় ও পরিবর্তিত বিশ্বের সঙ্গে সাযুজ্য রেখে টেক ফেস্টের থিম বাছাই করতে হবে বলে তিনি পরামর্শ দেন। বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ কে দুবে’কে সংবর্ধনা দেন অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার। সহ অধ্যক্ষ ডঃ কেএম হোসেন সংবর্ধনা দেন সব্যসাচী গুপ্তকে। মহকুমাশাসককে সংবর্ধনা প্রদান করেন টেক ফেস্টের আহ্বায়ক ডঃ রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফেস্ট আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য কলেজ কর্তৃপক্ষ, সকল পড়ুয়া, শিক্ষক ও কর্মকর্তাদের প্রশংসা করেন। তিনি আরও বলেন, ‘‘ফেস্টে মোট ২৭টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সেগুলির মধ্যে ৯টি ইভেন্ট কেন্দ্রীয় এবং ১৮টি ইভেন্ট বিভাগীয়। সব মিলিয়ে ৭৮৫ জন পড়ুয়া ইভেন্টগুলিতে অংশগ্রহণ করছেন।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।