দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর ২০২৩: কোকওভেন থানা এলাকার সঞ্জীব সরণীতে ভয়ঙ্কর দুর্ঘটনা। আজ সকালে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছেলেকে নিয়ে যাচ্ছিল তার বাবা রাজিব শাহানা। সেই সময় পিছন দিকে একটি স্কুল বাস ধাক্কা দেয়। বাবা ছেলে গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাজীববাবুকে মৃত বলে ঘোষণা করে।
মৃত্যুর খবর ছড়াতেই উত্তেজনা শুরু হয় এলাকায়। ঘটনাস্থলে আসে কোক ওভেন থানার পুলিশ ও দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ বাহিনী। ঘাতক বাসটিকে ও চালককে আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।