দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০২৩: প্রায় ১০ ঘন্টা পরে শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনের আগুন পুরোপুরি নিভল। সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুন (Massive fire at Asansol Durgapur Development Authority office) লাগে। প্রায় ১২টি দমকলের ইঞ্জিন ঘন্টার পর ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ভিতরে বহু কাগজপত্র পুড়ে গিয়েছে। পুড়েছে চেয়ার টেবিল, কম্পিউটার।
দেখুন ভিডিও
আরও পড়ুন- আগুন লাগার কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা হবে: এডিডিএ চেয়ারম্যান!
এদিকে ওই ভবনের নিচ তলায় চারটি ব্যাঙ্ক রয়েছে। তার মধ্য়ে দুটি ব্যাঙ্ক সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ রাখা হয়েছে। গ্রাহকেরা এসে ফিরে যাচ্ছেন। অন্য দুটি ব্যাঙ্কে বিদ্যুৎ সংযোগ ছিন্ন থাকায় কাজকর্ম হয়নি। এদিন আগুন নেভাতে গিয়ে দেবীপ্রসাদ কুন্ডু নামে এক দমকল কর্মী জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।