দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১০ জানুয়ারি ২০২৩: নাবালকরা দেদার গাড়ি চালাচ্ছে রাজ্যে। নাবালিকারাও আছে সেই দলে। ১৮ বছর হওয়ার আগেই এভাবে রাস্তায় গাড়ি নিয়ে তারা নেমে পড়ায় শুধু যে বিপদ হচ্ছে তাদের তাই নয়, জখম এমন কি মৃত্যুও হচ্ছে বহু সাধারণ মানুষের। গত এক বছরে আঠারো বছরের কম বয়সি প্রায় ৭০০ চালকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ৩৯ জন নাবালিকাও।
আঠারো বছর না হলে ড্রাইভিং লাইসেন্স মেলে না। অর্থাৎ, লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে এমন বহু নাবালক। ভয়ঙ্কর এই তথ্য উঠে এসেছে পুলিশ, পরিবহণ দফতর এবং আইআইটি খড়গপুরের তরফে করা একটি সমীক্ষায়। মূলত চালকদের বেপরোয়া মনোভাবের জন্যই এত দুর্ঘটনা। দুর্ঘটনা রুখতে স্পিড ম্যানেজমেন্ট পলিসি তৈরি করা হয়েছে। তা শীঘ্র চালু করবে সরকার।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।