দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১২ জানুয়ারি ২০২৪: এএফসি এশিয়ান কাপের (Asian Cup 2023) ভারতের গ্রুপে রয়েছে এশিয়ার অন্যতম সেরা দল অস্ট্রেলিয়া, মধ্য এশিয়ার শক্তিশালী দল উজ়বেকিস্তান এবং সিরিয়া। তিনটি দলই ক্রম তালিকায় ভারতের থেকে এগিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই লড়াই যে কঠিন হবে সে বিষয়ে সন্দেহ নেই।
তবু পরের রাউন্ডে ভারতের যাওয়ার বিপুল সম্ভবনা রয়েছে। গ্রুপের তিনটি খেলায় কমপক্ষে চার পয়েন্ট অর্জন করে রাউন্ড অফ ১৬-তে জায়গা করে নিতে পারে ভারত। কারণ, ভারতের রক্ষণভাগ বেশ মজবুত। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতের সঙ্গে খেলায় তা প্রমাণ হয়ে গিয়েছে। সুনীল ছেত্রীর উপর ভারতের নির্ভরতা কিছুটা কমেছে। লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল আবদুল সামাদ এবং নওরেম মহেশ সিংয়ের মতো তারকারা গত এক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। ফলে সাম্প্রতিক অতীতে টিম হিসাবে অনেকখানি এগিয়ে এসেছে ভারত। তার প্রভাব এবারের এশিয়ান কাপে পড়বে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।