দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জানুয়ারি ২০২৪: চিনের উসকানিতে মালদ্বীপ কি ক্রমশ ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে? ভারতকে চাপে ফেলতে মালদ্বীপে আসছে চিনা নজরদারি জাহাজ। ৮ ফেব্রুয়ারি জাহাজটি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, মালদ্বীপে (Maldives) ঘাঁটি গাড়তে চলেছে চিন (China)।
লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী মোদির সফরের পরে মালদ্বীপ-ভারতের নাগরিকদের মধ্যে টুইট তর্জা শুরু হয়। যাতে জড়িয়ে পড়েন মালদ্বীপের শাসক ও বিরোধী দলের নেতারা। শাসক দলের নেতাদের একাংশ প্রকাশ্যে ভারতবিরোধী মন্তব্য করেন। সেখানকার বিরোধী নেতারা তার বিরোধিতা করেন। ওই ঘটনায় উভয় দেশের রাষ্ট্রদূতকে তলব করে দুই দেশই।
এই সময়ে চিন সফর করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। তার পরেই চিনের নজরদারি জাহাজ রওনা দেয় মালদ্বীপের উদ্দেশ্যে। যদিও জাহাজটিকে ‘সমুদ্র গবেষণা’র কাজে ব্যবহারের জন্য বলে দাবি করছে চিন সরকার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।