দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ নভেম্বর ২০২৩: সাধু সাবধান! পশ্চিমবঙ্গে আবার কেন্দ্রীয় প্রকল্পের নাম ও কৃতিত্ব চুরি! কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন প্রকল্পের’ নাম চুরি করে ‘জল স্বপ্ন’ করার কৃতিত্ব দেওয়া হয়েছে বিধায়ককে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকে পানীয় জল প্রকল্পে নিজের নাম ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রধানমন্ত্রীর ‘জল জীবন মিশন প্রকল্পের’ ব্যানার পরিবর্তন করে দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে আরতি এলাকায় পাইপলাইন বসানো এবং সংস্কারের কাজের সূচনা করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সরপী এলাকায় শুরু হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে জলাধার নির্মাণের কাজ। সেই জলাধার থেকে ব্লকের বিভিন্ন গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now