দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ জানুয়ারি ২০২৪: শ্রীরামকৃষ্ণদেব আজকের দিনে কল্পতরু হয়েছিলেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন কল্পতরু উৎসবের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে এদিন থেকে শুরু হয় সাংস্কৃতিক মেলা। মেলা চলে ১০ জানুয়ারি পর্যন্ত।
সোমবার মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আইন ও বিচারবিভাগীয় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রথম দিনেই হাজার হাজার মানুষের সমাগম হয়। উৎসব কমিটি ১০ লক্ষ টাকা তুলে দেয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।