
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ মার্চ ২০২৪: রাশিয়ায় (Russia) ভয়াবহ জঙ্গী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের আফগান শাখা। শুক্রবার রাতে মস্কোর ক্রকার্স হলে অনুষ্ঠান চলাকালীন ঢুকে চার বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার দায় চাপিয়েছেন ইউক্রেনের (Ukraine) উপর। যদিও ইউক্রেন অভিযোগ উড়িয়ে দিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ মার্চ রাশিয়ায় জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, হামলার নেপথ্যে যে বা যারা আছে, কোনও সংগঠন বা ব্যক্তি, যে-ই থাকুক কড়া শাস্তি হবেই। তাঁর দাবি, বন্দুকবাজরা ইউক্রেন পালানোর চেষ্টা করেছিল। যদিও হামলার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের আফগান শাখা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।