রক্তদানের ডাক দিয়ে সাইকেলে দেশ ঘুরে দুর্গাপুরে ফিরলেন জয়দেব রাউথ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর ২০২৩: রক্তদানের ডাক দিয়ে সাইকেলে দেশ ঘুরে দুর্গাপুরে ফিরলেন জয়দেব রাউথ। হুগলি জেলার বৈদ্যবাটির বাসিন্দা জয়দেববাবু একজন কর্মচুত জুট মিলের কর্মী। রক্তদান আন্দোলনের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গত এক বছর ধরে সাইকেলে করে দেশের অধিকাংশ ব্লাড সেন্টার ঘুরে এবার পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman) এসেছেন তিনি।
আজ, সোমবার দুর্গাপুরে আনুষ্ঠানিক ভাবে তাঁর যাত্রা শেষ হবে। বিকালে সিটি সেন্টার অটো স্ট্যান্ড থেকে দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি হল পর্যন্ত শোভাযাত্রা করে তাঁকে নিয়ে যাওয়া হবে এবং রক্তদাতা সংগঠকদের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।