October 3, 2023

বাড়িতে ৪ দিন ধরে বউদির মৃতদেহ আগলে বসে ১৩ বছরের ননদ

দুর্গাপুর দর্পণ, হুগলি, ৩ সেপ্টেম্বর ২০২৩: বাড়িতে প্রায় ৪ দিন ধরে বউদির মৃতদেহ আগলে বসে ১৩ বছরের ননদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির (Hoogly) চুঁচুড়ার ধরমপুর মহিষমর্দিনী তলা এলাকায়। শনিবার রাতে ঘটনা জানাজানি হয়। পুলিশ বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম দীপমালা কুমারী (৩২)। তিনি, তাঁর স্বামী সনুকুমার সিং ও কিশোরী ননদ মাস খানেক আগে ওই বাড়িতে ভাড়া আসেন। ঘরের বাইরে খুব একটা বেরতেন না। কারও সঙ্গে মিশতেনও না। শনিবার ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে দেহ উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ কিশোরীকে জেরা করে জানতে পেরেছে, তাঁদের আসল বাড়ি বিহারের বেগুসারাইয়ে। তাঁর দাদা এদিন সকালে বাড়ি বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়। মৃতদেহের চেহারা দেখে, পুলিশের প্রাথমিক অনুমান, দিন চারেক আগে দীপমালার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Verified by MonsterInsights