September 26, 2023

Krishak Bandhu Scheme: সিঙ্গেল অ্যাকাউন্ট আছে? না থাকলে দ্রুত খুলে ফেলুন, না হলে বিপদ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুন ২০২৩: আপনার কি সিঙ্গেল অ্যাকাউন্ট আছে? না থাকলে দ্রুত খুলে ফেলুন। তা না হলে ভবিষ্যতে আর কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) টাকা নাও পেতে পারেন। এখনও সরকারি কোনও নির্দেশিকা জারি হয়নি ঠিকই। তবে কৃষি দফতরের খবর, এমন সিদ্ধান্তের পথেই হাঁটছে রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন য়াঁরা আবেদন করছেন তাঁদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পুরনোদের দ্রুত সিঙ্গেল অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেওয়া হচ্ছে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে উপভোক্তা মারা গেলে অনেক সময় কৃষি দফতর জানতে না পারায় অ্যাকাউন্ট দ্বিতীয় হোল্ডারের কাছে টাকা জমা পড়তে থাকে। অথচ তাঁর ওই টাকা পাওয়ার কথাই নয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পটি চালু হয়। প্রকল্পের মাধ্যমে মৃত কৃষক পরিবার আর্থিক সাহায্য পায়। তাছাড়া কৃষিকাজের জন্যও চাষিদের আর্থিক সহায়তা দেওয়া হয়। জানা গিয়েছে, এই প্রকল্পে কৃষকদের ২ লাখ টাকা জীবনবীমা দেওয়া হয়। পাশাপাশি খরিফ এবং রবি চাষের আগে দুই কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: