দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ এপ্রিল ২০২৪: বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদে এবং স্থানীয়দের কাজের দাবিতে বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গোপালপুর শিল্পতালুকে একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এলাকাবাসীদের অভিযোগ, তিন বছর ধরে কারখানা কর্তৃপক্ষকে কাজের দাবি জানানো হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। চরম সমস্যায় রয়েছেন এলাকার বেকার যুবক-যুবতীরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
দ্রুত কাজ দিতে হবে, এমন দাবি তুলে এদিন কারখানার গেট বন্ধ করে তুমল বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। বিক্ষোভকারীদের তরফে অরূপ চট্টরাজ অভিযোগ করেন, প্রায় ১০০ জন শ্রমিককে করোনা পরিস্থিতির আগে থেকেই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন সুরাহা মেলেনি। ওই শ্রমিকদের কাজে নিয়োগ করাতে হবে এবং এলাকার বেকার যুবক-যুবতীদের যতক্ষণ না পর্যন্ত কাজ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)