দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ ডিসেম্বর ২০২৩: উত্তর ২৪ পরগনায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেরবার তৃণমূল নেতৃত্ব। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে পরিস্থিতির উন্নতি না হলে ভরাডুবি হতে পারে। দেগঙ্গায় দলীয় কর্মিসভার মঞ্চ থেকে তাই কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিংয়ের মধ্যে বিবাদ প্রকাশ্যে এসেছে। তবে মমতা এদিন কারওর নাম নেননি। তিনি বলেন, “আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন। পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূলে থেকে নিজেকে নয়, মানুষের সেবা করতে হবে।” লোকসভা নির্বাচনের আগে পুরনো এবং নতুন নেতাদের মিলেমিশে কাজ করার বার্তা দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now