দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ ডিসেম্বর ২০২৩: বহুতলে লিফট আটকে বিপত্তি! ঘন্টাখানেক আটকে রইলেন ৬ ব্যাঙ্ক কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বহুতল আবাসনে ঘটনাটি ঘটে। সেই সময় লিফটে উঠছিলেন ৬ব্যাঙ্ক কর্মী। তাঁদের সাত তলায় যাওয়ার কথা ছিল। হঠাৎ মাঝপথে আটকে যায় লিফট।
লিফট আটকে গেছে বুঝতে পেরে এক আবাসিককে ফোন করেন এক ব্যাঙ্ক কর্মী। আবাসন কর্তৃপক্ষ বেশ কিছুক্ষণ চেষ্টা করেও কিছু করতে পারেননি। প্রায় এক ঘণ্টা আটকে থাকেন ব্যাঙ্ক কর্মীরা। খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ।
দমকলকর্মীরা বিভিন্ন যন্ত্র দিয়ে লিফটের দরজা ভেঙে ৬ ব্যাঙ্ক কর্মীকে উদ্ধার করেন। দমকল আধিকারিক রিপন বড়ুয়া বলেন, প্রায় ৪০ মিনিটের চেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় ব্যাঙ্ক কর্মীদের। সবাই সুস্থ আছেন। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আবাসন চত্বরে। ওভার লোডের জন্য এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।