দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ অক্টোবর ২০২৩: তর্পণ করতে গিয়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে অজয়ের জলে তলিয়ে গেলেন এক প্রৌঢ়। জানা গিয়েছে তার নাম শ্রীধর চ্যাটার্জি (৬৫)। কাঁকসার বামুনারার বাসিন্দা। ছয় বন্ধুর সঙ্গে শনিবার সকালে শিবপুরের অজয় নদে তর্পনের উদ্দেশ্যে আসেন। অজয় নদে নেমেই তলিয়ে যান ওই প্রৌঢ়।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালি উত্তোলনের পর গভীর গর্তে পরিণত হয়েছে শিবপুরের অজয়ের ঘাট। গর্ত বুঝতে না পেরেই তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় তাকে। আশঙ্কা জনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp Group
Join Now