You are currently viewing এই গ্রামে দেবীপক্ষের সূচনা হয় আলতা উৎসবের মাধ্যমে

এই গ্রামে দেবীপক্ষের সূচনা হয় আলতা উৎসবের মাধ্যমে

সনাতন গরাই, কাঁকসা, ১৪ অক্টোবর ২০২৩: দেবীপক্ষের সূচনা হল আলতা উৎসবের মধ্যে দিয়ে। প্রাচীন ঐতিহ্যে থেকে নস্টলজি, সবেতেই হিন্দু মহিলাদের সাথে জড়িয়ে রয়েছে আলতার সম্পর্ক। সেই আলতা উৎসবের মধ্যে দিয়ে দেবীপক্ষের সূচনা হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিদবিহারের কাজলাডিহি এলাকায়। এই এলাকার বিবাহিত ও অবিবাহিত মহিলারা সকলেই মাতেন আলতা উৎসবে। দেবীপক্ষের সূচনার সাথে সাথে রাঙা হয়ে উঠে মেয়েদের পা। প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন প্রান্তের মহিলারাও অংশ নেয় এই উৎসবে।

Leave a Reply