দুর্গাপুর দর্পণ, জয়দেব, ১৬ জানুয়ারি ২০২৩: বাল্যবিবাহ রুখতে এবং আবর্জনা মুক্ত মেলার আহ্বান জানিয়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বিদবিহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বিদবিহার গ্রাম পঞ্চায়েত বিশেষ কর্মসূচী নিল মঙ্গলবার। এদিন দুপুরে জয়দেব মেলায় সচেতনতার প্রচারে নামেন স্বাস্থ্য কর্মীরা এবং পঞ্চায়েতের উপপ্রধান সহ সদস্যরা। উপস্থিত ছিলেন বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের স্পেশাল অফিসার উত্তম মুখার্জিও।
জয়দেবের মেলা জুড়ে এই সচেতনতা চলে। স্বাস্থ্যকর্মী উমাদেব মজুমদার বলেন, “মেলায় আগত পুণ্যার্থীদের নির্দিষ্ট জায়গায় প্লাস্টিক এবং থার্মোকলের পাতা ফেলার আহ্বান জানানো হয়।’’ তিনি জানান, অস্থায়ী স্বাস্থ্যশিবির করা হয়েছে। জোর দেওয়া হয় বাল্যবিবাহ রুখতে। এই সচেতনতা পদযাত্রার মাধ্যমে অনেকে সচেতন হবেন বলেও তিনি জানান।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।