দুর্গাপুর দর্পণ, ১৫ মে ২০২৪: খনির চাল ধসে মৃত খনিকর্মী। উত্তেজনা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের জামবাদে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব বিভিন্ন শ্রমিক সংগঠন। বুধবার সকালে জামবাদ কোলিয়ারির খনির নিচে এক সহকর্মীর সঙ্গে কাজ করছিলেন বছর ৪৫ এর রঞ্জিত বাউরী। আচমকা কয়লার চাল ধসে পরে তাঁর শরীরের উপর।
সহকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইএনটিটিইউসি নেতৃত্ব। তাঁরা অভিযোগ তোলেন, বার বার এমন দুর্ঘটনা ঘটছে। কোনও ব্যবস্থা নেয় না ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ইসিএল)। দ্রুত নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।