দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার গোপালপুরের উত্তরপাড়ার তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে (২৭) পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে সুদ কারবারি হিসাবে পরিচিত শম্ভু দাসের বিরুদ্ধে। মাঝ রাতে তাকে বাড়ি থেকে ডেকে পাঠিয়ে খুন কর হয় বলে অভিযোগ। উত্তেজিত জনতা শম্ভুর বাড়ি ভাঙচুর করে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি।
বুধবার দুপুরে কাঁকসার রাজবাঁধের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে শ্রদ্ধা জানাতে যান রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি মৃতের পরিবারের সাথে কথা বলেন। তারপরেই অভিযোগ করেন, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এলাকার বিজেপির জনপ্রতিনিধি উস্কানি মূলক মন্তব্য ছড়িয়েছেন। বিজেপিতে থেকে এলাকা জুড়ে সুদের চওড়া ব্যবসা করেছিল শম্ভু দাস। অনেকের গাড়ি, বাড়ি, জমি সে কেড়ে নিয়েছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী প্রদীপ মজুমদার। মৃত্যুর আসল রহস্য উন্মোচন করতে দলের তরফে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। যদিও মন্ত্রীর অভিযোগ উড়িয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের সাফাই, “অভিযুক্ত শম্ভু দাসের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। শম্ভু এলাকার তৃণমূলের নেতা। ১০০ কোটি টাকার উপর সম্পত্তি. লোকের গাড়ি, বাড়ি, জমি কেড়ে নিত। সুদের ব্যবসা করে এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছিল। মঙ্গলবার রাতে সেজন্যই মানুষ তার বাড়ি ভাঙচুর করে। অভিযুক্তের শাস্তি চাই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।