দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জানুয়ারি ২০২৪: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের গেট ভেঙে ঢুকে পড়ল গাড়ি। বেজে উঠল বিপদঘন্টা। বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ আচমকা হোয়াইট হাউসের (White House) বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে কিছুদূর এগিয়ে যায় সেটি। ওই সময় বাসভবনে ছিলেন না বাইডেন। এর আগে গত বছরের মে মাসেও হোয়াইট হাউসের সিকিউরিটি ব্যারিকেডে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে একটি ট্রাক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।