September 26, 2023

সিকিমে ভয়াবহ ধস, বিপদে প্রায় ২ হাজার পর্যটক!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ জুন ২০২৩: সিকিমে (sikim) ভারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয় উত্তর সিকিমে। শুক্রবার ভারি বৃষ্টির জেরে উত্তর সিকিমে ধস নামে। নদীগুলিতে জল বইছে বিপদসীমার ওপর দিয়ে। এই ধসের জেরে প্রায় ২ হাজার মানুষ আটকে পড়ছে উত্তর সিকিমে।

পর্যটকদের পছন্দ জায়গা ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের সংযোগকারী রাস্তায় ধস নেমেছে। এছাড়াও মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে বাংলাদেশ, সিঙ্গাপুর ও আমেরিকার বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছে। দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে জানিয়েছে সিকিম প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: