Durgapur : হাসপাতালের পরিষেবা বন্ধ রেখে পিকনিক? ক্ষুব্ধ রোগীরা

দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ইংরাজি নববর্ষের দিনে গুরুতর অভিযোগ উঠল। ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা বন্ধ রেখে চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা মেতে উঠলেন পিকনিকে। ইনডোরে ভর্তি রয়েছে প্রসূতি, আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা। সেই সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পিকনিকে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে।

আউটডোরে বেশ কিছু রোগী দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে গেলেন বাড়ি। খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রের তিনতলায় তখন চলছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ভুরিভোজের ব্যবস্থা। ক্যাটারিং এর দল ব্যস্ত রান্নার কাজে। বেলা দেড়’টার পর শুরু হয় খাওয়া-দাওয়া পর্ব। বেগুনি, ভাত, সবজি, মিক্সড মুগ ডাল, মাছ, মটন কারি, চাটনি, পাপড়, মিষ্টি ।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৩০ জনের জন্য এই আয়োজন বলে জানান ক্যাটারিং এর দায়িত্বে থাকা এক কর্মী । খাওয়ার মাঝপথে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে কেউ কেউ খাওয়া ছেড়ে উঠে গেলেন। একতলার ইন্ডোরে এক প্রসূতি মহিলা জানালেন, দুপুরে তাকে পাউরুটি ও সবজি দেওয়া হয়েছে মধ্যাহ্ন ভোজনের জন্য।

বিজেপির পশ্চিম বর্ধমান জেলা নেতা ছোটন চক্রবর্তী বলেন, রাজ্যে মেলা, খেলার সরকার চলছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে । পরিষেবা বন্ধ রেখে চিকিৎসকদের পিকনিকের ঘটনায় তা আরও একবার প্রমাণ হল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, চিকিৎসা কেন্দ্রের ভিতর পিকনিক করা ঠিক হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!