দুর্গাপুর দর্পণ, ১৬ মে ২০২৪: জঙ্গল ছেড়ে লোকালয়ে ময়ূর। তাও গ্রাম নয়। একেবারে শহরের ভিতরে। এ ছাদ থেকে ও ছাদে উড়ে বেড়াচ্ছে ময়ূর। কাকের তাড়া থেকে বাঁচতে কখনও আশ্রয় নিচ্ছে গাছের মগডালে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির মহিস্কাপুর প্লটের বাসিন্দারা গত ৩-৪দিন ধরে ময়ূর দেখছেন।
বন দফতরে খবর দিলে কর্মীরা আসেন। তাঁরা জানান, ওটি ময়ীর নয়। ময়ূরী। দলছুট হয়ে চলে এসেছে। কাঁকসার দেউলের জঙ্গলে ময়ূর রয়েছে। ময়ূর রয়েছে তিলাবনির জঙ্গলে। সেই সব জঙ্গল থেকে দলছুট হয়ে হয়তো ময়ূরটি চলে এসেছে লোকালয়ে। বন দফতর সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।