বিমান চালানোর সময় মাউথওয়াশ, টুথ জেল ব্যবহার করতে পারবেন না পাইলটরা
————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ নভেম্বর ২০২৩: বিমান চালানোর সময় মাউথওয়াশ, টুথ জেল ব্যবহার করতে পারবেন না পাইলটরা। এমনই নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ (DGCA)। কিন্তু কেন? আসলে এর মূল উদ্দেশ্য, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পাইলটেরা যাতে অ্যালকোহল থেকে দূরে থাকেন। কারণ, মাউথওয়াশ বা টুথ জেলের মধ্যে অল্প পরিমাণে হলেও অ্যালকোহল থাকে। এরপরেও কেউ তা গ্রহণ করলে ব্রেথ অ্যানালিস্ট টেস্ট বা শ্বাস বিশ্লেষক পরীক্ষায় ধরা পড়ে যাবেন।
জানা গিয়েছে, বিমানের পাইলট ও কেবিন ক্রুদের মধ্যে অ্যালকোহলের আসক্তি বাড়ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ডিজিসিএ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন, এই ছ’মাসে মোট ৩৩ জন পাইলট এবং ৯৭ জন কেবিন ক্রু অ্যালকোহল টেস্টে ধরা পড়ে গিয়েছেন। এই পরিস্থিতিতেই নয়া নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।