Bangladesh crisis. বাংলাদেশে অভ্যুত্থানের নেপথ্যে কারা? চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

Bangladesh crisis. বাংলাদেশে অভ্যুত্থানের নেপথ্যে কারা? চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে
WhatsApp Group Join Now

 

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ আগস্ট ২০২৪: নিছক ছাত্র আন্দোলন নয়। তা হলে হাসিনা পদত্যাগ করার পরেই দেশ শান্ত হয়ে যেত। সংখ্যালঘুদের উপরে নির্বিচারে হামলার ঘটনা ঘটত না। বাড়ত না মৃত্যু মিছিল। আসলে, শেখ হাসিনাকে হঠিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদী সরকার গড়ার লক্ষে ষড়যন্ত্রের যে জাল রচনা করা হয়, তার পিছনে রয়েছে চিন ও পাকিস্তান। এমনই দাবি গোয়েন্দাদের। 

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে, বাংলাদেশ জুড়ে যে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ চলছে তার নেপথ্যে রয়েছে জামাতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির। শেখ হাসিনার সরকারকে হঠাতে চেয়েছিল পাকিস্তান। সেজন্য বেজিংয়ের সঙ্গে হাত মেলায় ইসলামাবাদ। চলতি বছরের শুরুতে বিশাল আর্থিক সাহায্য পায় আইএসআই সমর্থিত জামাত-ই-ইসলামি। এই টাকার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসেছিল বেজিং থেকে।

কূটনীতিতে হাসিনা বরাবর চিনের চেয়ে বন্ধু রাষ্ট্র ভারতকেই অগ্রাধিকার দিয়েছেন। তাই বেজিংয়ের সুনজর ছিল না ঢাকার উপর। ভারতকে চাপে রাখতে বাংলাদেশে ভারত বিরোধী পুতুল সরকার বসানো মূল উদ্দেশ্য। জামাতকে হাতিয়ার করে পাকিস্তান ও চিন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইসলামি ছাত্র সংগঠন আইএসআই সমর্থিত হরকাত-উল-জিহাদ-আল-ইসলামি (হুজি), ও পাকিস্তানের আরও এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে চিনের মদতে বাংলাদেশে টানা ভারত বিদ্বেষী প্রচার ও অশান্তি ছড়ানোর কাজ চালিয়ে গিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানে এই ইসলামি ছাত্র সংগঠনের সদস্যদের প্রশিক্ষণও হয়েছে। সেই প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা।

এ কোন বাংলাদেশ

(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

#Bangladesh #Seikh Hasina #Bangladesh Quota Protest #China

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!