দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ ফেব্রুয়ারি ২০২৪: সন্দেশখালিতে সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পথে যৌথমঞ্চ। সন্দেশখালিতে খবর করতে গিয়ে সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের অভিযোগ তুলে বৃহস্পতিবার সিটি সেন্টারে মৌন মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ।
মহকুমাশাসকের দফতরের সামনে মোমবাতি জ্বালিয়ে গান গেয়ে প্রতিবাদ করেন তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্ঝর কুন্ডু হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর প্রভাব খাটাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কণ্ঠ রোধ করার চেষ্টা করছে সাংবাদিকদের। ধারাবাহিকভাবে আন্দোলন জারি থাকবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।