
আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৪: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউটে শুরু হয় ব্যাডমিন্টন লিগ। অংশ নেয় রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন , রাজেন্দ্রনাথ কলেজ অফ পলিটেকনিক এবং রাজেন্দ্রনাথ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট আইটিআই। রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশনের ছাত্রীরাও এই লিগে যোগ দিয়েছিল।
ব্যাডমিন্টন ডাবলস-এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ছাত্রীদের মধ্যে ফাইনালে ওঠে রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশনের সোনম সিং ও দেবলীনা নাথ এবং রিসিতা ব্যানার্জি ও সাহিদা খাতুন এর টিম। অন্যদিকে, ছাত্রদের তরফে ফাইনালে ওঠে রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশনের বিএড বিভাগের ছাত্র ধর্মরাজ সাই ও আনন্দ কুমার এবং রাজেন্দ্রনাথ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট আইটিআইয়ের সৌমেন ঘোষ ও নীলেশ রায়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান জয়ন্ত কুমার চক্রবর্তী জানান, আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজেন্দ্রনাথ গ্রুপ অফ ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শেষ হবে শনিবার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।